Follow us

নিজস্ব প্রতিবেদক :: পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত বলেছেন, সাফল্যের জন্য কোনো সহজ পথ নেই। বিশ্বের যেকোনো স্থানে সফলতার চাবিকাঠি হলো চারটি বিষয়: সততা, বিনম্রতা, কঠোর পরিশ্রম ও সহায়তার মনোভাব।

বৃহস্পতিবার ২০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সান্ধ্যকালীন এমবিএর ওরিয়েনটেশন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত সান্ধ্যকালীন এমবিএর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সফলতা কোনো আকস্মিক বিষয় নয়। এটি হলো কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখা, পড়াশুনা, বিসর্জন ও সর্বোপরি ভালোবাসার কাজটি বা শেখা কাজটি করা।

তিনি আরও বলেন, সবসময়ই পরিকল্পনায় এগিয়ে থাকতে হবে। সফল হতে গেলে, আপনাকে অবশ্যই একই সঙ্গে সুশৃঙ্খল ও কঠোর পরিশ্রমী হতে হবে।

যেকোনো মূল্যে শিক্ষার্থীদের সবসময়ই সৎ থাকার পরামর্শ দেন চৌধুরী নাফিজ সরাফাত কারণ এটিই শিক্ষার্থীদের ভবিষ্যতের সাফল্যের জন্য ভিত্তি গড়ে দেয়।

তিনি আরও বলেন, নিজের কাছে সবসময়ই সৎ কথা বলতে হবে এবং নিজ ও অন্যদের প্রতি সবসময়ই সৎ থাকতে হবে। অন্য মানুষের বিশ্বাস অর্জন খুবই কঠিন এবং সময়সাপেক্ষ ব্যাপার হলেও, সবাই বিশ্বস্ত মানুষকেই পাশে চায়।

সান্ধ্যকালীন এমবিএর ওরিয়েনটেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌধুরী নাফিজ সরাফাত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মোহাম্মদ আবদুল মোমেন।

সান্ধ্যকালীন এমবিএর কোয়ার্ডিনেটর ড. মো. রেজাউল কবিরসহ আইবিএর সিনিয়র ফ্যাকাল্টিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা চৌধুরী নাফিজ সরাফাত তাঁর বক্তৃতায় ক্যারিয়ারে সাফল্য পেতে বিনম্রতার উপরও গুরুত্ব দেন। তিনি বলেন, একটি বিষয় যা যতই দেওয়া হবে ততই বাড়বে? এটি হলো সম্মান। অন্যকে সম্মান দিতে কুন্ঠিত হওয়া যাবে না।

তিনি বলেন, সবার জ্ঞান আপনি একা অর্জন করতে পারেন না, কিন্তু আপনি বিনম্র থাকলে সবাই আপনাকে তথ্য দিয়ে সহায়তা করতে পারে। আর এটি প্রকৃত সময়ে যেমন আপনাকে সহায়তা করবে তেমনি ব্যবসায় সিদ্ধান্ত নিতেও সহায়তা করবে।

দেশসেরা বিজনেস স্কুল আইবিএর অনেক অ্যালুমিনাই আছেন বিশ্বের শীর্ষ ব্যবসায়িক গ্রুপ ও বহুজাতিক প্রতিষ্ঠানে।

বিডি প্রেস রিলিস/২১ জুন ২০১৯/ইএন


LATEST POSTS
ডেলের সেরা সল্যুশন প্রোভাইডার স্মার্ট টেকনোলজিস

Posted on জুলাই ১৬th, ২০২৪

বাজার মাতাতে অনার নিয়ে আসছে এআই পোট্রেইট মাস্টার অনার ২০০ এবং

Posted on জুলাই ১৬th, ২০২৪

তিন স্বর্ণসহ সাতটি রপ্তানি পদক পেল প্রাণ-আরএফএল

Posted on জুলাই ১৫th, ২০২৪

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩৮১তম সভা অনুষ্ঠিত

Posted on জুলাই ৬th, ২০২৪

ইসলামী ব্যাংকের ভাটিয়ারী উপশাখা উদ্বোধন

Posted on জুলাই ৬th, ২০২৪

বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্যাশলেস লেনদেনে প্রস্তুত করবে ভবিষ্যৎ প্রজন্মকে

Posted on জুলাই ৬th, ২০২৪

‘ফুডি’র পথচলা শুরু

Posted on জুলাই ৬th, ২০২৪

বাজারে শক্তিশালী ব্যাটারি নিয়ে ভিভোর নতুন স্মার্টফোন

Posted on জুলাই ৬th, ২০২৪

বিশ্বখ্যাত ফটোগ্রাফি স্টুডিও হারকোর্ট ফিচার নিয়ে আসছে স্মার্টফোন অনার ২০০ সিরিজ

Posted on জুনe ৩০th, ২০২৪

ঈদে অনার স্মার্টফোনে অবিশ্বাস্য ক্যাশব্যাক ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট

Posted on জুনe ৮th, ২০২৪