গত সেপ্টেম্বরেই নতুন আইফোন এনে চমক দিয়েছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছিলেন, অ্যাপলকে টেক্কা দিতে গুগল আনতে পারে নতুন কিছু প্রযুক্তিপণ্য। অবশেষে বুধবার সানফ্রান্সিসকোর এক অনুষ্ঠানে গুগল তাদের পণ্যের ওপর থেকে পর্দা সরাল।
নতুন স্মার্টফোন, হেডসেট ও ল্যাপটপের ঘোষণা দিয়েছে গুগল। এ ছাড়া স্মার্ট স্পিকার হোম মিনি ও ম্যাক্সের পাশাপাশি পিক্সেল বুক হাইব্রিড ল্যাপটপ, পিক্সেল টু স্মার্টফোন ও পিক্সেল টু এক্সএল স্মার্টফোনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরেই গুগলের নতুন দুটি স্মার্টফোন নিয়ে গুঞ্জন ছিল।
গুগল পিক্সেল টু স্মার্টফোনটির (৬৪ জিবি) দাম শুরু হবে ৬৪৯ মার্কিন ডলার থেকে। পিক্সেল টু এক্সএল স্মার্টফোনটির দাম শুরু হবে ৮৪৯ মার্কিন ডলার থেকে। পিক্সেল বুক হাইব্রিড ল্যাপটপের দাম শুরু হবে ৯৯৯ মার্কিন ডলার থেকে।
নতুন ফিচারে দুই স্মার্টফোনপিক্সেল টু ও পিক্সেল টু এক্সএল নামের পিক্সেল স্মার্টফোনের দ্বিতীয় প্রজন্মের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। পিক্সেল টু স্মার্টফোনটি প্রথম প্রজন্মের পিক্সেল ফোনের মতো হলেও পিক্সেল টু এক্সএলের নকশায় উল্লেখযোগ্য কিছু পরিবর্তন। এর ডিসপ্লে এখন ছয় ইঞ্চি, যা প্রায় পুরো ফোনটি জুড়েই রয়েছে। এতে অবশ্য পূর্ণাঙ্গ এজ-টু-এজ বেজেল দেখায় না। পিক্সেল টু ফোনটিতে আগের মতোই পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে রেখেছে গুগল।
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫