নিজস্ব প্রতিবেদক :: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)এর নিয়মিত শিক্ষক উন্নয়ন কর্মসূচির আওতায় ফল ২০১৯ সেমিস্টারের ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ আগস্ট)দিনব্যাপী ফ্যাকাল্টি ওরিয়েনটেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান,শিক্ষাদান পদ্ধতি ও প্রণালী, শিক্ষক নীতি,ও শিক্ষকদের করণীয়,পরীক্ষা নিয়ন্ত্রন, প্রশাসনিক কর্মপ্রক্রিয়া ও অটোমেশন সিস্টেম ইত্যাদি বিষয়ে সকল শিক্ষক-শিক্ষিকাকে দিক নির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচকগণ ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ ও শিক্ষক উন্নয়ন কর্মসূচির প্রধান অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া রেজিস্ট্রার অধ্যাপক মো: লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্র্রিগেডিয়ার জেনারেল ড. মো: জাহিদ হোসেন (অবঃ), সহকারী অধ্যাপক কানিজ কাকনসহ অন্যান্য অধ্যাপকগণ।
অনুষ্ঠানের সার্বিক লক্ষ্য হল যাতে করে শিক্ষকগণ সহজ পদ্ধতিতে আধুনিক শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতে পারেন। ওরিয়েন্টেশন শেষে এ সকল বিষয়ে শিক্ষকদের মূল্যায়নের উপর একটি টেষ্ট আয়োজন করা হয়।
বিডি প্রেস রিলিস / ০৪ আগস্ট ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১০th, ২০১৯
Posted on ডিসেম্বর ১০th, ২০১৯