Follow us

অ্যানড্রয়েড নয়, নিজস্ব অপারেটিং সিস্টেমের ফোন আনছে হুয়াওয়ে

 

নিজস্ব প্রতিবেদক :: ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায়, কয়েকমাস আগেই হুয়াওয়েকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কোনো পরিষেবা দেবে না বলে জানিয়েছিল গুগল।। ফলে, অ্যাপলের আইওএস এবং গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সমতুল্য হারমোনি ওএস নিয়ে এসেছিল হুয়াওয়ে।

এই হারমোনি ওএসটি ভার্সাটাইল ফিচারযুক্ত একটি ইউআই রয়েছে যা স্মার্টফোন, টিভি, উইয়ারেবল এবং অন্যান্য প্রোডাক্টে একইভাবে চলতে পারে। তবে এখনও অবধি হুয়াওয়ে তার কোনো স্মার্টফোনেই এই হারমোনি ওএস ব্যবহার করেনি।

তবে মনে করা হচ্ছে, এই জনপ্রিয় চীনা সংস্থাটি আগামী বছর অর্থাৎ ২০২১ সালে হারমোনি ওএস-বেসড নতুন স্মার্টফোন বাজারে আনবে। এই বছরের হুয়াওয়ে ডেভেলপারস কনফারেন্সে এই তথ্যটি সামনে আসে।

সম্প্রতি মাই ফিক্স গাইডের একটি রিপোর্টেও বলা হয়, কয়েক মাস পরেই আসবে হারমোনি ওএস-বেসড হুয়াওয়ে স্মার্টফোন। এই ফার্মটি চলতি বছরে হারমোনি ওএস চালিত স্মার্টওয়াচ লঞ্চ করার পরিকল্পনা করছে – এমনটাও শোনা যাচ্ছে।

এই বিষয়ে হুয়াওয়ের সিইও রিচার্ড ইউ জানিয়েছেন, হুয়াওয়ের হারমোনি ওএস-বেসড স্মার্টফোন প্রস্তুত, তবে যেহেতু সংস্থাটি গুগলের সাথে চুক্তিতে ছিল তাই এখনো অবধি ফোনগুলো লঞ্চ করতে পারেনি। প্রসঙ্গত, এখন অবধি কেবলমাত্র স্মার্টটিভিতেই হারমোনি ওএস দেখা গেছে।

তবে শুধু সফটওয়্যারেই নয়, সংস্থাটি গুরুত্ব দিচ্ছে হার্ডওয়্যার বিভাগেও। গতবছর এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল, হুয়াওয়ে এমন একটি হ্যান্ডসেট চালু করতে পারে যাতে স্ক্রিন-ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি থাকবে।

আবার বেশ কয়েকদিন আগে শোনা গিয়েছিল, সংস্থাটি অল-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের ওপর কাজ করছে। আপাতত এই ডিভাইসগুলো কবে বাজারে আসবে সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তারিখ না জানালেও সংস্থাটি নিশ্চিত করেছে, খুব তাড়াতাড়ি এগুলো লঞ্চ করা হবে।

বিডি প্রেসরিলিস / ০৮ সেপ্টেম্বর /এমএম


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫