Follow us

অ্যাঞ্জেল ইনভেষ্টরদের ‘দ্য অ্যাঞ্জেলস নেটওয়ার্ক’

 

নিজস্ব প্রতিবেদক :: অ্যাঞ্জেল ইনভেষ্টরদের নিয়ে গঠিত দ্য অ্যাঞ্জেলস নেটওয়ার্ক (টিএএন)-এর সূচনা হয়েছে বাংলাদেশে। নেটওয়ার্কের সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন সোনিয়া বশির কবির এবং সহ-সভাপতি রুবাবা দৌলা। নেটওয়ার্কের বোর্ড মেম্বাদের মধ্যে আছেন শামিম আহসান, তাহসিন আমান ও হামিদুল মিশবাহ।

টিএএন বাংলাদেশে একটি বিনিয়োগকারীদের একটি সহায়ক মাধ্যম। টিএএন গঠিত হয়েছে এপ্রিল মাসে এবং ইতিমধ্যে ২৫টির বেশি বিনিয়োগকারীদর সাথে কাজ করেছে যারা বিভিন্ন শীর্ষস্থানীয় বাজারে বিনিয়োগ করার জন্য প্রস্তুত। টিএএন বর্তমানে ৩০টির বেশি স্টার্টাপ কোম্পানিগুলোতে নিবিড়ভাবে কাজ করছে এবং তাদের সল্যুশন মূল্যায়ন করছে।

স্টার্টআপগুলোর মূলধন জোগাড় করতে এবং ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের বিষয়ে সহায়তা করতে আগ্রহী। সোনিয়া বশির কবির বলেন উন্নত প্রযুক্তিগুলোর স্টার্টআপগুলোকে পরিচিতি করানো এবং তাদের ব্যবসা বৃদ্ধির ব্যাপারে মনোযোগ দিব। সোনিয়া আরও যোগ করেন যে সব স্টার্টআপের সল্যুশন বৃহত্তর মার্কেটের জন্য প্রস্তুতকৃত সেগুলোকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।

 

 

রুবাবা দৌলা বলেন ‘আমরা আমাদের স্থানীয় স্টার্টআপগুলির প্রচারের বিষয়ে বিশেষভাবে আন্তরিক’।

টিএএন শুরুর দিকে স্টার্টআপগুলোকে উদ্যোক্তা এবং প্রযুক্তিবিদদের কাছে তুলে ধরবে। প্রাথমিকভাবে আমাদের প্রচেষ্টা থাকবে বড় উদ্যোক্তাদের ফোরামগুলোতে স্টার্টআপগুলোকে পরিচয় করিয়ে দেয়া, তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান প্রদান করা এবং তাদেরকে মেন্টোরিং করা যাতে তারা দক্ষ উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারে।

এ ছাড়াও, টিআইই ঢাকা ও টিআইই গ্লোবালের স্টার্টআপ বিষয়ক প্রোগামগুলোতে এবং টিআইই গ্লোবাল নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হতে এই কোম্পানিগুলো সেখানে অগ্রাধিকার পাবে।

বিডি প্রেস রিলিস / ১ জুলাই ২০১৯ /এমএম


LATEST POSTS
ডেলের সেরা সল্যুশন প্রোভাইডার স্মার্ট টেকনোলজিস

Posted on জুলাই ১৬th, ২০২৪

বাজার মাতাতে অনার নিয়ে আসছে এআই পোট্রেইট মাস্টার অনার ২০০ এবং

Posted on জুলাই ১৬th, ২০২৪

তিন স্বর্ণসহ সাতটি রপ্তানি পদক পেল প্রাণ-আরএফএল

Posted on জুলাই ১৫th, ২০২৪

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩৮১তম সভা অনুষ্ঠিত

Posted on জুলাই ৬th, ২০২৪

ইসলামী ব্যাংকের ভাটিয়ারী উপশাখা উদ্বোধন

Posted on জুলাই ৬th, ২০২৪

বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্যাশলেস লেনদেনে প্রস্তুত করবে ভবিষ্যৎ প্রজন্মকে

Posted on জুলাই ৬th, ২০২৪

‘ফুডি’র পথচলা শুরু

Posted on জুলাই ৬th, ২০২৪

বাজারে শক্তিশালী ব্যাটারি নিয়ে ভিভোর নতুন স্মার্টফোন

Posted on জুলাই ৬th, ২০২৪

বিশ্বখ্যাত ফটোগ্রাফি স্টুডিও হারকোর্ট ফিচার নিয়ে আসছে স্মার্টফোন অনার ২০০ সিরিজ

Posted on জুনe ৩০th, ২০২৪

ঈদে অনার স্মার্টফোনে অবিশ্বাস্য ক্যাশব্যাক ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট

Posted on জুনe ৮th, ২০২৪