নিজস্ব প্রতিবেদক :: দেশে গত ৬ বছরে চার হাজার টাওয়ার স্থাপনের কথা জানিয়েছে মোবাইল টাওয়ার সেবাদাতা কোম্পানি ইডটকো।
এ বিষয়ে ইডটকো বিডির কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রাহুল চৌধুরী জানান, অবকাঠামো সেবা ভাগ করে নেওয়ার মাধ্যমে তারা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ভারি ইকুইপমেন্ট ব্যবহারের মতো বিষয়গুলো দূর করে দিতে পেরেছেন। পরবর্তী প্রজন্মের শেয়ারিং প্রযুক্তির মাধ্যমে ফাইভজির চাহিদা পূরণের জন্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে কাজ করতে তারা অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও জানান, কার্বনের নিঃসরণ কমাতে এ পর্যন্ত ১৫টি বাঁশের টাওয়ার স্থাপন করেছে ইডটকো। ২০১৮ সালে প্রতিটি টাওয়ার সাইটে ৫৪ শতাংশ কম কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
২০১৩ সালে যাত্রা করা ইডটকো বর্তমানে দেশে ১০ হাজার নিজস্ব মোবাইল টাওয়ার পরিচালনা করছে। এছাড়াও ইডকোর অপারেশন্স রয়েছে এমন ছয়টি দেশে ২৯ হাজার ৩০০ এরও বেশি টাওয়ার পরিচালনা করছে।
বিডি প্রেস রিলিস / ২৮ জুলাই ২০১৯ /এমএম
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫