নিজস্ব প্রতিবেদক :: অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা শহীদুজ্জামান সেলিম (৩২৫), সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা আহসান হাবিব নাসিম (৪২২)।
শুক্রবার (২১ জুন) রাত ৮টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার খাইরুল আলম সবুজ। সেলিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী তুষার খান ১১৬ ও নাসিমের প্রতিদ্বন্দ্বী আবদুল হান্নান পেয়েছেন মাত্র ৩৫ ভোট।
বিজয়ীদের নাম ও প্রাপ্ত ভোটের সংখ্যা তুলে ধরা হলো-
সভাপতি:
শহীদুজ্জামান সেলিম- ৩২৫
সহ-সভাপতি:
আজাদ আবুল কালাম- ৩৪৪
ইকবাল বাবু- ২৭৪
তানিয়া আহমেদ- ২৪৩
সাধারণ সম্পাদক:
আহসান হাবিব নাসিম- ৪২২
যুগ্ম সাধারণ সম্পাদক:
রওনক হাসান- ২৮৪
আনিসুর রহমান মিলন- ২১৬
অর্থ সম্পাদক:
নূর এ আলম (নয়ন)- ৩২২
সাংগঠনিক সম্পাদক:
লুৎফর রহমান জর্জ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
দপ্তর সম্পাদক:
মেরাজুল ইসলাম- ১৭৭
প্রচার ও প্রকাশনা সম্পাদক:
প্রাণ রায়- ২৪২
অনুষ্ঠান সম্পাদক:
রাশেদ মামুন অপু- ২২৯
আইন ও কল্যাণ সম্পাদক:
শামীমা ইসলাম তুষ্টি- ২০২
তথ্য ও প্রযুক্তি সম্পাদক:
সুজাত শিমুল- ৩১০
এদিকে ৭ জন কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন-
নাদিয়া আহমেদ- ৩৬৩
সেলিম মাহবুব- ৩৫৫
জাকিয়া বারী মম- ২৭৬
বন্যা মির্জা- ২৬৮
মুনিরা বেগম মেমী- ২৪৩
শামস সুমন- ২৩৮
রাজীব সালেহীন- ২২৯
বিডি প্রেস রিলিস/ ২২ জুন ২০১৯ /এমএম
Posted on আগস্ট ১৮th, ২০২২
Posted on আগস্ট ১৭th, ২০২২
Posted on আগস্ট ১৭th, ২০২২
Posted on আগস্ট ১৬th, ২০২২
Posted on আগস্ট ১৬th, ২০২২
Posted on আগস্ট ১৬th, ২০২২
Posted on আগস্ট ১৪th, ২০২২
Posted on আগস্ট ১৪th, ২০২২
Posted on আগস্ট ১৩th, ২০২২
Posted on আগস্ট ১৩th, ২০২২