Follow us

অপো স্মার্টফোন কিনে বিজয়ীরা পেলেন বালি ভ্রমণের সুযোগ

 

নিজস্ব প্রতিবেদক :: অপো স্মার্টফোন কিনে স্বপ্নের বালি ভ্রমণের সুযোগ জিতে নিলেন দু’জন সৌভাগ্যবান বিজয়ী। অপো বাংলাদেশ’র পাঁচ বছর পূর্তি এবং ঈদ-উল-আযহা উপলক্ষে আয়োজিত এক ক্যাম্পেইনের আওতায় অপো এ৫এস এবং অপো এফ১১ মডেলের স্মার্টফোন কিনে দারুণ এই উপহার পেলেন অপো স্মার্টফোন ক্রেতারা।

বাংলাদেশে অপো’র পাঁচ বছর পূর্তিতে এবারের ঈদ-উল-আযহা উদযাপনে ভিন্নমাত্রা যোগ করতেই স্মার্টফোন কিনলেই লোভনীয় সব অফারের আয়োজন করে অপো বাংলাদেশ। অপো এ৫এস, এ৭ এবং এফ১১ সিরিজের স্মার্টফোন ক্রয়ে লটারিতে স্বপ্নের বালি ভ্রমণ ছাড়াও স্মার্টফোন কিনে লাখপতি হবার সুযোগ ও অপো রেনো স্মার্টফোন জিতে নেবার সুযোগ থাকছে এই ক্যাম্পেইনে।
এছাড়া নিশ্চিত উপহার হিসেবে থাকছে শতভাগ মূল্যছাড়, ওয়্যারলেস হেডফোন, সেলফি স্টিক, গিফট বক্স ছাড়াও আকর্ষণীয় ইন্টারনেট বান্ডেল অফার। গত পহেলা আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ অফারের আওতায় ইতোমধ্যেই দুজন সৌভাগ্যবান বিজয়ী জিতে নিয়েছেন বালি ভ্রমণের সুযোগ।

অপো বাংলাদেশ এর পাঁচবছর পূর্তির আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেবার প্রয়াসেই এ ধরণের একটি ক্যাম্পেইন আয়োজন করা। এ অফারটি চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত।

বিডি প্রেসরিলিস / ৭ আগস্ট ২০১৯/এমএম