Follow us

অপোর রেনো সিরিজের নতুন ফোন আসছে

নিজস্ব প্রতিবেদক ::  কাটিং-এজ প্রযুক্তি নিয়ে কাজ করা অপো আবারও দেশের বাজারে নতুন স্মার্টফোন আনতে যাচ্ছে। ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফিতে সেরা এবারের ফোনটি হবে জনপ্রিয় রেনো সিরিজের সর্বশেষ ভার্সন। বলা হয়ে থাকে, ফোনটি ক্যামেরা ফিচারে একপ্রকার আর্ট নিয়ে আসবে।

সারাবিশ্বে অপোর রেনো সিরিজের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো রেনো সিরিজ বাজারে আসে। তারপর সুপার ফটোগ্রাফির জন্য এ অল্প সময়ের মধ্যে গ্রাহক জনপ্রিয়তা পায় সিরিজের ফোনগুলো। একেকটা ভার্সন তার আগের ভার্সনের চেয়ে নিত্যনতুন প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ। ফলে ধীরে ধীরে ফটোগ্রাফি প্রিয় তরুণের স্টাইলের প্রতীক হয়ে দাঁড়ায় রেনো।

এবারের ফোনটির বিশেষ দিক হচ্ছে এতে থাকছে সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার পোর্ট্রটে ক্যামেরা সেটআপ। ব্যবহারকারীরা নি:সন্দেহে ফটোগ্রাফিতে আগের চেয়ে উন্নততর অভিজ্ঞতা পাবেন। এর দুর্দান্ত ফটোগ্রাফির জন্য ৬৪ মেগাপিক্সেল কোয়াড-ক্যামেরা সেটআপ ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা ফটোগ্রাফিতে ভিন্ন মাত্রা যোগ করবে। চাইলে পোর্ট্রটে ভিডিওতে সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার ইফেক্ট যোগ করা যাবে। তাই এমন সর্বাধুনিক প্রযুক্তি থাকার কারণে যেকোন পরিবেশ নিঁখুতভাবে সঠিক কালারে ছবি ও ভিডিও করা যাবে।

১৭৩ গ্রাম ওজনের সাথে রেনো সিরিজের নতুন ফোনটির পুরুত্ব হবে ৭.৮ মিলিমিটার। দৃষ্টিনন্দন ডিজাইন ও কালারের জন্য এখানে ব্যবহার করা হয়েছে অপো রেনো গ্লো ইফেক্ট। বড় ব্যাটারি থাকার কারণে ফোনটি গেমারদের প্রত্যাশাও পূরণ করবে বলে আশা করা যায়। আর কাস্টমাইজড স্মার্টফোন অভিজ্ঞতার দিতে ফোনে থাকছে কালারওএস ১১ অপারেটিং সিস্টেম।

জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান করে রেনো সিরিজের এই ফোনটি খুব শিগগিরই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। ইতোমধ্যে ফোনটি নিয়ে অপো ভক্তদের মধ্যে আগ্রহের তৈরি হয়েছে। ফোনটি কবে আসবে, দাম কতো, কি কি থাকছে এ সম্পর্কে বিস্তারিত জানতে অপোর ফেসবুক পেজ ও ওয়েবসাইটে চোখ রাখতে হবে।

বিডি প্রেসরিলিস / ০৩ নভেম্বর ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫